গরুড় পুরাণ
পূর্বখণ্ড : সপ্তাধিকশততমোহধ্যায়ঃ
বিবাহোৎসবযজ্জ্ঞেষু অন্তরা মৃতসুতকে ।
পূর্বসঙ্কল্পিতাদন্য-বর্জ্জনঞ্চ বিধীয়তে ।।১৬
অনুবাদ - বিবাহ, যজ্ঞ, ও উৎসবের সময় যদি মরণাশৌচ বা জননাশৌচ হয়, তাহা হইলে পূর্ব্বসঙ্কল্পিত ভিন্ন অন্য কার্য্য পরিত্যাগ করিবে ।
এখানে স্পষ্টতই বলা আছে যে পূর্বসঙ্কল্পিত কোন কার্য্য সম্পাদনে মরণাশৌচ বা জননাশৌচ কোন প্রতিবন্ধক নহে । এটা নিয়ে যারা সমাজে কোলাহল সৃষ্টি করেন আর কোলাহলকারীদের পক্ষে যারাই ফতোয়া বা পাঁতি দিয়ে থাকেন, তারা উভয়েই শাস্ত্র-উল্লঙ্ঘণ-জনিত অপরাধে অপরাধী । এতদিন ধরে সমাজেকে শাস্ত্রের মূল বাণী থেকে দুরে সরিয়ে রেখে শাস্ত্র-ব্যবসায়ীরা সমাজকে ধ্বংসের মুখে এনে দাঁড় করিয়েছে । সুতরাং যারা মরণাশৌচ বা জননাশৌচ চলাকালীন সময়েও পূর্ব-সঙ্কল্পিত বিবাহাদি কার্য, পূজাদি করা যায় । যারা ইতিমধ্যে ঐ ধরণের অশৌচের মধ্যে বিবাহ বা উৎসবাদি কার্য্য করেছেন, তারা কোনভাবেই শাস্ত্রাদেশ লঙ্ঘণ করেন নি । বরঞ্চ এর বিরুদ্ধাচরণ যারাই করেছেন, তারাই বার বার শাস্ত্রকে অবমাননা করার দৃষ্টতা দেখিয়ে যাচ্ছেন ।
Comments
Post a Comment